
|
ভূমিকম্পে প্রাণ গেল হাফেজ ওমর ও তার বাবার
প্রকাশ:
২২ নভেম্বর, ২০২৫, ০৮:৩৩ সকাল
নিউজ ডেস্ক |
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) হওয়া ভয়াবহ ভূমিকম্পে সব মিলিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নরসিংদীতে এক হাফেজ শিশু ও তার বাবাও মারা গেছেন। জেলা প্রশাসক কার্যালয়ে সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি গ্রামে ভবনের দেয়াল ধসে আট বছরের শিশু হাফেজ ওমর ফারুক নিহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা দেলোয়ার হোসেনও মারা যান। শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামে গাছ থেকে পড়ে ফোরকান (৩৫) নামে এক ব্যক্তি প্রাণ হারান। পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের কাজম আলী (৭৫) এবং ডাঙ্গা ইউনিয়নের নাসির উদ্দীন (৬৫) নামের আরও দুই বৃদ্ধও ভূমিকম্পে মৃত্যুবরণ করেছেন। ভূমিকম্পের কারণে নরসিংদী শহরের পাশাপাশি পলাশ, শিবপুর, রায়পুরা, মনোহরদী, বেলাবো ও মাধবদী এলাকায় অনেক ভবন ফেটে বা হেলে পড়েছে। পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বিদ্যুৎ সরবরাহ স্থগিত রয়েছে। এনএইচ/ |