
|
ভূমিকম্পে হতাহতদের প্রতি খেলাফত মজলিসের শোক
প্রকাশ:
২১ নভেম্বর, ২০২৫, ০৮:০২ রাত
নিউজ ডেস্ক |
দেশে মাঝারি মাত্রার ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে খেলাফত মজলিস। আজ শুক্রবার ২১ নভেম্বর এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সকালে দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে যে তীব্র ঝাকুনি অনুভূত হয়েছে তা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়াতে ঢাকা ও পাশ্ববর্তী এলাকায় এর ব্যাপক প্রভাব পড়েছে। এতে করে ঢাকা সহ সারাদেশে অন্তত ৬ জনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি বিল্ডিং সামান্য হেলে পড়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আজকের ভূমিকম্পে হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। ক্ষতিগ্রস্থদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। হতাহত ও ক্ষতিগ্রস্থদের প্রতি সহযোগীতার হাত বাড়ানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। গত এক দশকে এখানে বারবার ভূমিকম্প হলেও ভবিষ্যৎ বড় ঝুঁকি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করায় আমরা উদ্বেগ প্রকাশ করছি। এলএইস/ |