
|
মাদরাসা থেকে ছেলেকে আনতে গিয়ে প্রাণ গেল মায়ের
প্রকাশ:
২১ নভেম্বর, ২০২৫, ১২:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
পাবনার ভাঙ্গুড়ায় ছেলেকে মাদরাসা থেকে আনতে যাওয়ার পথে গাড়িচাপায় প্রাণ হারিয়েছেন মা সম্পা খাতুন (৩৩)। এতে গুরুতর আহত হন আরও দুজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পৌর সদরের কালিবাড়ি–ভাঙ্গুড়া সড়কের কুমড়া-ডাঙ্গা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সম্পা খাতুন পৌর এলাকার মান্দা সাহাপাড়ার লিটনের স্ত্রী। আহতরা হলেন- ভ্যানচালক আরিফ ও মোটরসাইকেল আরোহী এনজিওকর্মী আতাউর রহমান। স্থানী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই দুপুরে ছেলেকে আনতে ভ্যানযোগে রওনা হন সম্পা খাতুন। পথে কুমড়া-ডাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া কুত্তাগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সম্পা খাতুন। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত হন ভ্যানচালক আরিফ এবং পাশ দিয়ে যাওয়া মোটরসাইকেলের আরোহী এনজিওকর্মী আতাউর রহমান। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আরিফকে পাবনা সদর হাসপাতাল এবং আতাউর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এনএইচ/ |