
|
কেন সবাই ভূমিকম্প টের পায় না?
প্রকাশ:
২১ নভেম্বর, ২০২৫, ১২:০৮ দুপুর
নিউজ ডেস্ক |
ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হলেও অনেকেই তা টের পাননি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন প্রতিক্রিয়ার নজির দেখা গেছে— "কখন ভূমিকম্প হইছে তার কিছুই জানি না আমি" বিশেষজ্ঞরা বলছেন, একই সময়ে একই স্থানে থাকা সত্ত্বেও সবাই ভূমিকম্প অনুভব না করার প্রধান কারণ হলো—ব্যক্তিগত সংবেদনশীলতা এবং অবস্থান। ঘুমের অবস্থায় থাকা, বাড়ির নির্মাণ ধরন, মাটির প্রকার ও ভূমিকম্পের কম্পনের দিকের প্রভাবও ভূমিকম্প অনুভবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া, আগেও বিভিন্ন ভূমিকম্পের সময় দেখা গেছে যে কেউ কেউ তা প্রায় অচেতন অবস্থায় পার হয়ে যান, কিন্তু অন্যরা তীব্রভাবে অনুভব করেন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কম্পনের মাত্রা বেশি হলে তা সকলকে স্পষ্টভাবে অনুভূত হতে পারে। এনএইচ/ |