
|
‘আসুন চূড়ান্ত কম্পনের আগেই নিজেদের শুধরে নিই’
প্রকাশ:
২১ নভেম্বর, ২০২৫, ১১:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এই ভূমিকম্পের পর সামাজিক মাধ্যমে অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রতিক্রিয়া জানালেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি লিখেছেন, ‘ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো? উত্তর ‘না’ হলে, শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো। এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তাই আসুন, সময় থাকতে নিজেদের শুধরে নিই।’ এরপর তিনি জুড়ে দিলেন কুরআনের সূরা মুলকের একটি আয়াত, ‘তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকেসহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?’ এনএইচ/ |