ভূমিকম্পে ঢাকায় নিহত ২
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৫, ১১:৪২ দুপুর
নিউজ ডেস্ক

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে রাজধানীজুড়ে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

ভূমিকম্পের সময় অনেক ভবনে দুলুনি সৃষ্টি হলে মানুষ দ্রুত ঘর-বাড়ি ও অফিস থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে দেখা যায়। কিছু এলাকায় ভবনের দেয়ালে ফাটল এবং সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট দপ্তরগুলো ভূমিকম্পের উৎস, মাত্রা ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কাজ করছে। নিহত দু’জনের পরিচয় ও কীভাবে মৃত্যু হয়েছে সে বিষয়েও অনুসন্ধান চলছে।

ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। ভবনগুলোর নিরাপত্তা যাচাই এবং অতিরিক্ত সতর্ক থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

ঘটনার বিস্তারিত পাওয়া গেলে পরবর্তী খবর জানানো হবে।

এনএইচ/