
|
ঢাকায় সুন্নি মুসলিম রাষ্ট্রদূত পাঠাচ্ছে ইরান
প্রকাশ:
২১ নভেম্বর, ২০২৫, ০৮:৪১ সকাল
নিউজ ডেস্ক |
বাংলাদেশের জন্য সুন্নি মুসলিম রাষ্ট্রদূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। সংবাদমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, জলিল রহিমি ইরানের ১৪তম সরকারের প্রথম কোনো সুন্নি মুসলিম, যাকে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। ইরানের বেশিরভাগ মানুষ শিয়া মুসলিম। জলিল দুইবার ইরানের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনেও দায়িত্ব পালন করেছেন। এদিন আয়ারল্যান্ডে নিযুক্ত নতুন রাষ্ট্রদূত ইসাব আল-হাবিবও আব্বাস আরাগচির সঙ্গে দেখা করেন। ঢাকায় এসে কি কি দায়িত্ব পালন করতে হবে সে ব্যাপারে নতুন রাষ্ট্রদূতকে নির্দেশনা দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইরান ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) শীর্ষ সম্মেলনের ঠিক আগে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতির মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক আদান-প্রদান শুরু হয় এবং সম্পর্ক একটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। এনএইচ/ |