
|
চাঁদপুর জেলা ছাত্র জমিয়তের নবীন আলেম সংবর্ধনা
প্রকাশ:
২১ নভেম্বর, ২০২৫, ০৮:৩২ সকাল
নিউজ ডেস্ক |
জমকালো আয়োজনে চাঁদপুর জেলা ছাত্র জমিয়তের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে শাখার সভাপতি ইমরান সরকারের সভাপতিত্বে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহ-প্রচার সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ কাসেমী, চাঁদপুর জেলা জমিয়তের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম কাসেমী, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বাদশাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ সভাপতি কাউসার আহমাদ। জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নুরুল আমীন ও সদর ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের যৌথ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন—মারকাযুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মুনিরুল ইসলাম, মুমিন বাড়ি মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতী ফরহাদ হুসাইন, জেলা যুব জমিয়তের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মঈনুদ্দিন মানিক, জেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি আশরাফ শাহীন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ। এনএইচ/ |