
|
‘আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে মানিকগঞ্জের বাউল শিল্পী ডিবি হেফাজতে
প্রকাশ:
২০ নভেম্বর, ২০২৫, ০৫:৪১ বিকাল
নিউজ ডেস্ক |
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে এক বাউল শিল্পীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ওই বাউলের বিচার দাবিতে মানববন্ধন করেছে একদল লোক। বৃহস্পতিবার ভোরে মাদারীপুর জেলা থেকে তাকে হেফাজতে নেওয়া হয় বলে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. মোশাররফ হোসেন জানান। আটক আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের বাসিন্দা। তিনি এলাকায় বাউল শিল্পী ছোট আবুল সরকার নামে পরিচিত। মোশাররফ হোসেন বলেন, সম্প্রতি আবুল সরকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। পরে ভিডিও দেখে তাকে হেফাজতে নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, সে সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে ডিবি। এদিকে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ আদালত চত্বরে মানববন্ধন করেছে একদল লোক। মানববন্ধনে ‘মুফতি’ আরিফুল ইসলাম বলেন, “১ নভেম্বর ঘিওর উপজেলার জাবরা এলাকায় গানের আসরে আল্লাহকে নিয়ে কটূক্তি করে আবুল সরকার। আমরা জেনেছি, তিনি ডিবি হেফাজতে আছেন। তার সর্বোচ্চ শাস্তির দাবিতে এখানে দাঁড়িয়েছি।” মানববন্ধনে হেফাজত ইসলামের জেলা আমির শাহ সাইদ নূরের সভাপতিত্বে ও মাওলানা শেখ মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন আব্দুল হান্নান, আব্দুল্লাহ আল ফিরোজ, মুজিবুর রহমান, ইলিয়াস আহমদ এবং আব্দুল করিম কাসেমী। আরএইচ/ |