নেপালে আবার জেন-জিদের বিক্ষোভ, কারফিউ জারি
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০৫:০৪ বিকাল
নিউজ ডেস্ক

নেপালে পুনরায় বিক্ষোভ শুরু হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে। অভিযোগ রয়েছে যে বুধবারের সংঘর্ষের অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ ব্যর্থ হওয়ায় এই বিক্ষোভের সূত্রপাত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, এদিন বেলা ১১টার দিকে সিমারা চকে বিক্ষোভকারীরা জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করে। এরপর কর্তৃপক্ষ কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিমারায় দুপুর ১২.৪৫ মিনিট থেকে কারফিউ জারি করা হয়েছে, যা রাত ৮টা পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে, বুধবার সংঘর্ষের ঘটনায় জেন-জি বিক্ষোভকারীরা অভিযোগ করেছে যে, তাদের উল্লেখিত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হয়েছে।

গত ১৯ নভেম্বর, ছয়জন জেনারেল জেড সমর্থক আহত হন এবং সিমারা বিমানবন্দরের কাছে সিমারা চকে সংঘর্ষের ঘটনায় দলটি ছয়জন ইউএমএল ক্যাডারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

দেশের বারা জেলায় আগে থেকেই সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল। সেখানে জেন-জি সদস্যরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন-ইউএমএল) এর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।

সূত্র: এনডিটিভি

আরএইচ/