তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের রায়—সরকার ও জনগণের বিজয়: নেজামে ইসলাম
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ০৪:২৯ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজিও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এক যৌথ বিবৃতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনে দেওয়া রায়কে ঐতিহাসিক ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে স্বাগত জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন,  জনগণের ভোটাধিকার ও নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এই ব্যবস্থাকে পুনরায় চালু করার রায় জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং সুশাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এক সাহসী পদক্ষেপ।

তাঁরা আরও বলেন, দীর্ঘদিন ধরে জনগণ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় ছিল। এ রায়ের মাধ্যমে সেই প্রত্যাশার দিগন্ত উন্মোচিত হলো। আমরা সরকারের এই অবস্থানকে সাধুবাদ জানাই এবং আশা করি—এটি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মনে করে, সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করে জাতীয় ঐক্যের ভিত্তি গড়ে তুলবে, যেন ভবিষ্যতের নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

আরএইচ/