সৌদির আহ্বানে সুদান সংঘাত থামাতে উদ্যোগী ট্রাম্প
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ১২:২৯ দুপুর
নিউজ ডেস্ক

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে এবার সুদানে চলমান সংঘাত নিরসনে কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সোশ্যাল মিডিয়া মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে তিনি স্বীকার করেন যে সুদানে মানবিক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে, এবং তা সমাধানে যুক্তরাষ্ট্র শিগগিরই সংযুক্ত আরব আমিরাত, মিসর, সৌদি আরবসহ বিভিন্ন মধ্যস্থতাকারীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

ট্রাম্প বলেন, “সৌদি যুবরাজ চান আমি সুদানে শক্ত অবস্থান নিই। আগে মনে হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু এখন বুঝতে পারছি এটি সৌদি আরব ও তার অংশীদারদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা কাজ শুরু করতে যাচ্ছি, যদিও এটি সহজ হবে না।”

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরকালে সৌদি ক্রাউন প্রিন্স এ অনুরোধ জানান বলে জানা গেছে। এদিকে কেউ স্বীকৃতি না দিলেও ট্রাম্প কয়েকটি চলমান যুদ্ধ বন্ধ করার দাবি করে আসছেন, যা নিয়ে বিতর্কও রয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

এলএইস/