
|
আজ ২০ নভেম্বর থেকে জামে'আ মারকাযুল ইহসানে মাসিক ইসলাহী ইজতেমা
প্রকাশ:
২০ নভেম্বর, ২০২৫, ১০:৫৬ দুপুর
নিউজ ডেস্ক |
ইবরাহীম আশরাফ আজিজী রাজধানী ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে ডেমরা রোডে কোনাপাড়া ও স্টাফ- কোয়ার্টার এর মাঝামাঝি মহাসড়ক সংলগ্ন পাইটিতে অবস্থিত সুপরিচিত দ্বীনি শিক্ষাকেন্দ্র জামে’আ মারকাযুল ইহসান ঢাকা–এর আয়োজনে আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার, বাদ আসর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাসিক ইসলাহী ইজতেমা। ইসলাহী ইজতেমায় বয়ান পেশ করবেন চার তরীকার বিশ্ব বিখ্যাত বুযুর্গ শাইখুল হাদীস হযরত মাওলানা শাহ্ আব্দুল মতীন বিন হোসাইন সাহেব দামাত বারাকাতুহুম এর সুযোগ্য শাগরীদ ও বিশিষ্ট খলীফা হযরত মাওলানা শাহ তৈয়্যব আশরাফ ছাহেব দামাত বারাকাতুহুম । তিনি ইসলামী আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধি, সুন্নাহর অনুসরণ ও নৈতিক সমাজ গঠনের গুরুত্ব নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করবেন। তাঁর বয়ানে রয়েছে আলেম উলামা - তলাবায়ে কেরাম ও সাধারণ মানুষ, তরুণ সমাজ ও জেনারেল শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনা। তিঁনি দীনী জীবনধারা, চরিত্র গঠন ও সামাজিক দায়িত্ববোধ বিষয়ে আলোচনা করবেন।আর তাতে রয়েছে উম্মাহর জন্য রুহের খোরাক ও দিলের গেজা। আপনাকে, আপনার সাথীদেরকে এই ইজতেমায় শরীক হয়ে আত্মশুদ্ধি ও আল্লাহমুখী জীবনের দিকে একদম এগিয়ে আসার সৌভাগ্য অর্জনের জন্য সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। দাওয়াত দিচ্ছি আল্লাহর জন্য - আসুন, অংশগ্রহণ করি বদলে যাক আমাদের জীবন। এলএইস/ |