পাক-আফগান নিজেদের সমস্যা সমাধান করুক, ভারত তা চায় না: খাজা আসিফ
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৮:৪২ রাত
নিউজ ডেস্ক

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান ও আফগানিস্তান তাদের নিজেদের সমস্যা সমাধান করুক, ভারত তা চায় না। তাই পাকিস্তান এখন 'দুই ফ্রন্ট' থেকে হামলার শিকার হতে পারে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সামা টিভির এক অনুষ্ঠানে মতামত প্রকাশ করতে গিয়ে আসিফ বলেন, আফগানিস্তান পাকিস্তানের ভেতর অনুপ্রবেশ ঘটায় এবং ভারত এতে নানা ভূমিকা পালন করে।

তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, চীন এবং অন্যান্য রাষ্ট্র চায় পাকিস্তানে সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ বন্ধ হোক। আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে।

ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্যের দিকে ইঙ্গিত করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান কোনোভাবেই ভারতকে বিশ্বাস করতে পারে না। ভারত আবারও সীমান্ত পেরিয়ে আক্রমণের চেষ্টা করতে পারে।

তিনি আরও বলেন, পাকিস্তানকে গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে হবে। পাকিস্তান আব্রাহাম চুক্তিতে প্রবেশের পরিকল্পনা করে না এবং চুক্তির বিষয়ে অবস্থান সম্পূর্ণ স্পষ্ট। দ্বি-রাষ্ট্রীয় সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তান তার অবস্থান পরিবর্তন করতে পারবে না।

এলএইস/