
|
দুবাগের চরিয়ায় জমিয়ত প্রার্থী হাফিজ ফখরুল ইসলামের নির্বাচনী সভা
প্রকাশ:
১৯ নভেম্বর, ২০২৫, ০৪:৩৮ দুপুর
নিউজ ডেস্ক |
সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে বিয়ানীবাজার দুবাগ ইউনিয়নের চরিয়া ওয়ার্ডে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) বাদ মাগরিব চরিয়া বাজারে অনুষ্ঠিত নির্বাচনীসভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী দলিলুর রহমান দলই। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ৬(গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন,এলাকার অবহেলিত জনপদগুলোর উন্নয়ন,মানুষের ন্যায্য অধিকার ও নিরাপদ সমাজ গঠনে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থনই আমার সাহস। খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন। দুবাগ ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আফজল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান। এছাড়া বক্তব্য রাখেন এলাকার মুরব্বি মঈনুল ইসলাম ও মনজুরুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম কবির, সভা শেষে দোয়া পরিচালনা করেন ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মতিন। এলএইস/ |