মাসিক নকীবের বর্ণাঢ্য সীরাত কার্নিভাল শুক্রবার
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ১২:০৪ দুপুর
নিউজ ডেস্ক

জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীবের আয়োজনে ‘৩১৩ রিসোর্ট সীরাত কার্নিভাল-২৫, সিজন-১’ আগামী শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ২টা থেকে রাজধানীর দোয়েল চত্বরের পাশে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, উপদেষ্টা, নকীব একাডেমি ও পীর সাহেব খুলনা। উদ্বোধক, আলহাজ জহিরুল ইসলাম কাউসার, পৃষ্ঠপোষক, ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন; অধিষ্ঠাতা, আলহাজ্ব রশিদ আহমাদ ফেরদৌস, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রধান পরিচালক, কলরব।

মুখ্য আলোচক হিসেবে রয়েছেন- মাওলানা লিয়াকত আলী, সিনিয়র সহসম্পাদক, দৈনিক নয়া দিগন্ত; মাওলানা গাজী আতাউর রহমান, বিশিষ্ট লেখক, গবেষক ও রাষ্ট্রচিন্তক; মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বিশিষ্ট লেখক, মুহাদ্দিস ও গবেষক; ড. মোহাম্মদ হারুন রশিদ, পরিচালক, গবেষণা ও সংকলন বিভাগ, বাংলা একাডেমি; মাওলানা শরীফ মুহাম্মদ, সিনিয়র লেখক, সাংবাদিক ও আলোচক; মুসা আল হাফিজ, কবি, তাত্ত্বিক ও গবেষক; মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী, বিশিষ্ট শিশু সাহিত্যিক, অনুবাদক ও সীরাত গবেষক, ড. মুহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহ ইফতেখার তারিক

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রিয় উপস্থাপক; মুফতি এনায়েতুল্লাহ, সহকারী সম্পাদক, বার্তা২৪ ডটকম।

সম্মানিত অতিথি হিসেবে থাকবেন আলহাজ মাওলানা মুস্তাফিজুর রহমান, চেয়ারম্যান, স্কাই হলিডেজ;

মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ; মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মুহতামিম, জামিয়া সাঈদিয়া করিমিয়া, ঢাকা; আহমদ বদরুদ্দীন খান, সম্পাদক, মাসিক মদীনা, হাজী মো. ইবরাহীম, সাবেক কাউন্সিলর ৬৭ নম্বর ওয়ার্ড, ডেমরা, ঢাকা; জহির উদ্দিন বাবর, চিফ নিউজ এডিটর, ঢাকা মেইল ডটকম।

সভাপতিত্ব করবেন ইউসুফ আহমাদ মানসুর, সম্পাদকমণ্ডলীর সভাপতি, মাসিক নকীব।

দ্বিতীয় অধিবেশন শুরু হবে সন্ধ্যা সাড়ে ৫টায়। প্রধান অতিথি মুফতী হাবীবুর রহমান মিছবাহ,

চেয়ারম্যান, ৩১৩ কোম্পানি; উদ্বোধক, হাফেজ মাওলানা আব্দুল হামীদ খান ভাসানী, মুহতামিম, জামিয়া কুরবানীয়া তালিমিয়া মহিলা মাদরাসা, মিরপুর, ঢাকা; অধিষ্ঠাতা, মুফতী আমিমুল ইহসান, বিশিষ্ট লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

এই পর্বে মুখ্য আলোচক হিসেবে থাকবেন মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, ইমাম, খতিব ও ইসলামি চিন্তাবিদ; অ্যাডভোকেট মুনীর হোসাইন, আইনজীবী, বাংলাদেশ হাইকোর্ট; শাইখ নেছার আহমদ আন নাছিরী, প্রতিষ্ঠাতা পরিচালক, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল; মাসউদুল কাদির, সম্পাদক, স্বাধীনতার বার্তা; হুমায়ুন আইয়ুব; সম্পাদক, আওয়ার ইসলাম ডটকম; মুনীরুল ইসলাম,

সভাপতি, বাংরাদেশ ইসলামি লেখক ফোরাম; তানভীর হোসাইন মাহমুদী, চেয়ারম্যান, ছাত্রসেবা ব্রান্ড।

সমাপনী বক্তা, মুফতী আবুল হাসান শামসাবাদী, সম্পাদক, মাসিক আদর্শ নারী।

প্রধান সমন্বয়ক জিয়াউল আশরাফ, সম্পাদক মাসিক নকীব। সঞ্চালনায় আব্দুল আজিজ নোমান,

নির্বাহী সম্পাদক, মাসিক নকীব, সাঈদ আবরার; সহযোগী সম্পাদক, মাসিক নকীব।

নাতে রাসূল সা. মাহফিল পরিবেশনায় জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব, স্বপ্নসিঁড়ি সাংস্কৃতিক ফোরাম।

উপস্থিত থাকবেন: সাবেক সম্পাদকমণ্ডলীর সভাপতিগণ- জোবায়ের হোসাইন, কে এম আতিকুর রহমান, অ্যাডভোকেট বরকত উল্লাহ লতিফ, এস.এম মাঈনুদ্দীন জাহাঙ্গীর, মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, মাওলানা নূরুল ইসলাম আল-আমীন, মাওলানা জি.এম. রুহুল আমীন, মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, অ্যাডভোকেট মাওলানা হাছিবুল ইসলাম, মাওলানা নূরুল করীম আকরাম,

শরিফুল ইসলাম রিয়াদ, মাওলানা মুফতি নূরুল বশর আজীজি।

এলএইস/