
|
মুসলিম উইঘুর যোদ্ধাদের চীনের হাতে তুলে দিচ্ছে সিরিয়া?
প্রকাশ:
১৯ নভেম্বর, ২০২৫, ০৯:৪০ সকাল
নিউজ ডেস্ক |
মুসলিম উইঘুর যোদ্ধাদের চীনের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি প্রথমবারের মতো চীন সফরে গেছেন। তার সফরের মধ্যে দুটি সূত্র জানালো, সিরিয়ায় সেসব উইঘুর রয়েছে তাদের বেইজিংয়ের হাতে তুলে দেওয়া হবে। সিরিয়ার সরকারের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানির কাছে এ বিষয়টি উত্থাপন করবে চীন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সূত্রটি তার পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছেন। দেশটির কূটনৈতিক একটি সূত্র জানিয়েছেন, সিরিয়া চীনের কাছে অন্তত ৪০০ উইঘুর যোদ্ধাকে চীনের হাতে তুলে দেবেন। তবে এএফপির এ প্রতিবদেনর তথ্য অস্বীকার করেছে সিরীয় সরকারি বার্তা সংস্থা সানা। উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর ব্যাপক দমন নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে চীন সরকারের ওপর। এই সম্প্রদায়ের প্রায় ৫ হাজার মানুষ ২০১৭ সালে সিরিয়ায় গিয়েছিলেন বলে ধারণা করা হয়। যারা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন। এলএইস/ |