পরীক্ষার ফি জমা নিতে শুক্রবারও খোলা থাকবে বেফাকের অফিস
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫, ০৯:৩২ সকাল
নিউজ ডেস্ক

৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফি জমা (অন্তর্ভুক্তি) নিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও অফিস খোলা রাখার ঘোষণা দিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। সে হিসেবে আগামী শুক্রবার (২১ নভেম্বর) বেফাকের অফিস খোলা থাকবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

বেফাকের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসা কর্তৃপক্ষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফি জমা (অন্তর্ভুক্তি) সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। পরীক্ষার্থীদের ফি প্রদানের সুবিধার্থে আগামী ২০-১১-২০২৫ ঈসাব্দ রোজ বৃহস্পতিবার এবং ২১-১১-২০২৫ ঈসাব্দ রোজ শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বেফাকের ফি জমা (অন্তর্ভুক্তি) সংক্রান্ত কার্যক্রমে নিয়োজিত বিভাগসমূহ খোলা থাকবে ।

অতএব, নির্ধারিত সময়ের মধ্যে ফি জমার (অন্তর্ভুক্তি) কাজ সম্পন্ন করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বেফাক কর্তৃপক্ষ।

এলএইস/