
|
খুলনা-১ আসনে ইসলামী আন্দোলনের কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন
প্রকাশ:
১৮ নভেম্বর, ২০২৫, ০৭:২৮ বিকাল
নিউজ ডেস্ক |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ বটিয়াঘাটা ) আসনে ইসলামী আন্দেলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী
আলহাজ্ব মাওঃ আবু সাঈদকে বিজয়ী করার লক্ষে ওয়ার্ড ও ভোট কেন্দ ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার ১৮ নভেম্বর বাদ জোহর বটিয়াঘাটার কাতিয়ানাংলা বাজাস্থ সাইক্লোন সেন্টারে নির্বাচনে বিজয়ের লক্ষ্যে করণীয় ঠিক করতে দাকোপ বটিয়াঘাটার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস এম রেজাউল করিম সরদার, সমন্বয়কারী হিসাবে ছিলেন আলহাজ্ব শফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখা সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান।
যৌথ সভায় আরো উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দেলনের সহ সভাপতি ও খুলনা ১ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলঃ মাওলানা আবু সাঈদ, দ্বীন কায়েম সংগঠন এর মুফতি ওমর ফারুক, বটিয়াঘাটা উপজেলা পশ্চিম শাখা সভাপতি কারীমুল ইসলাম সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, পুর্ব শাখা সভাপতি হাফেজ মোঃ জাহিদুল ইসলাম সেক্রেটারি মোহাঃ রহমত আলী, দাকোপ উত্তর সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম সেক্রেটারি মোঃ শাকিল আহমেদ রাসেল, দক্ষিণ সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন সেক্রেটারি মোহছেন আলম মাহবুবী লবনচরা থানা সভাপতি মাওঃ দ্বীন ইসলাম,মাওলানা মোঃ তাবারক হোসাইন আলহাজ্ব আবু দাউদ মৌলভী হায়দার আলী প্রমুখ।
এলএইস/
|