ছাত্রদের চার দফা দাবিতে উত্তাল তামিরুল মিল্লাত মাদরাসা
প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫, ০৫:৪৩ বিকাল
নিউজ ডেস্ক

পরীক্ষার ফি কমানোসহ চার দফা দাবিতে ছাত্রদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মাদরাসা ক্যাম্পাসে আন্দোলন শুরু হয়।

শিক্ষার্থীরা জানান, মাদরাসায় পরীক্ষাগুলোর ফি, আবাসন ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে শিক্ষকদের নজরে নেই। তারা ব্যবসা নিয়ে ব্যস্ত। সব দাবি না মানা হলে সামনের পরীক্ষা বর্জন করবো।

এদিকে বিক্ষোভের শিক্ষকদের মারধরে শিক্ষার্থীরা রক্তাক্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এসময় শিক্ষার্থীরা বলেন, তামিরুল মিল্লাত ছিল জাতি গড়ার কারিগর। এখন তা দালালদের আখড়া হয়েছে। শিক্ষকরা এখানে ভাত ব্যবসায় নেমেছেন, কোচিং ব্যবসায় শুরু করেছেন। কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ কী হবে তা না দেখে শিক্ষকরা ব্যবসায় মত্ত রয়েছেন।

তারা আরো জানান, দাবি নিয়ে অধ্যক্ষের কাছে গিয়েছিলাম, তিনি কোনো পদক্ষেপ নেননি। আমাদের পরীক্ষার ফি সাধ্যের মধ্যে নেই। ফি কমাতে হবে।

এলএইস/