
|
স্পেনে বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনায় পূর্ণাঙ্গ কমিটি গঠন
প্রকাশ:
১৮ নভেম্বর, ২০২৫, ০২:১৪ দুপুর
নিউজ ডেস্ক |
স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ মসজিদ বায়তুল মোকাররম পরিচালনায় তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৫ নভেম্বর এক সাধারণ সভা আয়োজনের মধ্য দিয়ে মাদ্রিদে বাংলাদেশ মসজিদ বায়তুল মোকাররম সুষ্ঠু পরিচালনায় তিন বছর মেয়াদি (২০২৬-২৭-২৮) পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। ন বগঠিত কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিগত পরপর কয়েক মেয়াদে সফলভাবে সভাপতির দায়িত্ব পালন করা খোরশেদ আলম মজুমদার। সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, কোষাধ্যক্ষ শাহ আলম, সহ-কোষাধ্যক্ষ মোহাম্মদ সাহাদত আলী, সহ-কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন। এছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন ওয়াসিম রানা, জাহিদুল আলম দিদার, মোহাম্মদ পিন্টু, রুবেল আহমেদ, মাকসুদ উল্লাহ খোকন, সেলিম আহমেদ। মসজিদ কমিটির নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলম মজুমদার মসজিদ পরিচালনায় নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের দায়িত্বশীল হয়ে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান। এছাড়াও মসজিদ সম্প্রসারণ ও একটি পূর্ণাঙ্গ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য বর্তমান মসজিদের পাশের জায়গাটি ক্রয় করার জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন এবং সে অর্থ জোগানে যারা ইতোমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন তা দ্রুত পরিশোধ করার জন্য বিনীত অনুরোধ জানান। NH/ |