‘হাসিনাসহ পলাতক আসামিদের দেশে এনে রায় কার্যকর করুন’
প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫, ০৮:২৯ সকাল
নিউজ ডেস্ক

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার ( ১৭ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এসব কথা বলেন।

তারা বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার জনগণের দাবি ছিলো। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের রায়ে আমরা স্বস্তি প্রকাশ করছি। রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর দীর্ঘদিনের অপেক্ষা কিছুটা হলেও পূরণ হয়েছে।

নেতৃদ্বয় আরও বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, জালেম যত শক্তিশালী হোক, যতই ক্ষমতা দখলে রাখুক, যত অত্যাচারই করুক, তাদের একদিন না, একদিন বিচারের মুখোমুখি হতে হবেই। জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার যে ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছিল-আজকের রায় সেই পথকে সামনে এগিয়ে নিয়েছে। এখন প্রয়োজন ঘোষিত রায় দ্রুত কার্যকর হওয়া।

নেতৃদ্বয় বলেন, গুম, খুন, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা এবং অতীতের বিভিন্ন মর্মান্তিক ঘটনার ন্যায়বিচার নিশ্চিত না হলে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব নয়। তারা বলেন শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডসহ বহু ঘটনা বছরের পর বছর বিচার অপেক্ষায় রয়েছে। এসব ঘটনারও স্বচ্ছ তদন্ত ও আইনানুগ বিচার জরুরি-এটাই ন্যায় বিচার ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে সহযোগী উপাদান হিসেবে কাজ করবে।

তারা আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে এবং বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ প্রয়োজন। প্রতিবেশী রাষ্ট্রগুলোও এ সহযোগিতায় ইতিবাচক ভূমিকা রাখবে-এটাই স্বাভাবিক প্রত্যাশা।

জুলুমের ওপর প্রতিষ্ঠিত কোনো শাসন স্থায়ী হয় না-ইতিহাস বারবার তা প্রমাণ করেছে। ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করাই রাষ্ট্র ও সমাজকে স্থিতিশীল পথে এগিয়ে নিতে পারে।

এনএইচ/