মানুষের তৈরি আইনে মানুষের ভাগ্যের পরির্বতন হয় না: কবির আহমদ
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৫, ০৫:৩৫ বিকাল
নিউজ ডেস্ক

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি (ঢাকা -৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী) কবির আহমদ বলেছেন, মানুষের তৈরি কোনো আইন বা তন্ত্র-মন্ত্র; মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। মানবরচিত কোনো আইনে মানুষের শ্রমজীবী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে পারে নাই, পারবে না। শ্রমজীবী মানুষের মুখে হাঁসি ফোটাতে হলে প্রয়োজন হচ্ছে ইসলাম ও ইসলামী রাষ্ট্রব্যবস্থা। রাসূলুল্লাহ (সা.) যেই রাষ্ট্রের রাষ্টপতি ছিলেন সেই রাষ্ট্রের অর্থমন্ত্রী ছিলেন একজন শ্রমিক হযরত বেলাল (রা.)। যিনি ছিলেন একজন ক্রীতদাস। রাসূল (সা.) একজন ক্রীতদাসকে অর্থমন্ত্রী মনোনীত করে এই শিক্ষা দিয়েছেন যে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় বৈষম্যের কোনো সুযোগ নেই। যোগ্যতা থাকলে যেই কেউ, যেই কোনো গুরু দায়িত্ব পালন করতে পারে।  তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশে শ্রমিকরাজ কায়েম হবে।

রবিবার ১৬ নভেম্বর রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ সবুজবাগ থানার উদ্যোগে শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় যারা অর্থমন্ত্রী ছিলো তিনি মানুষকে বলতো রাবিশ। এত অহংকার, এত ক্ষমতা, এত পাওয়ার। আর ইসলাম সেই ক্ষমতাকে সেই পাওয়ারে একজন শ্রমিককে বসিয়েছে। সেই রাষ্ট্রের সেনাবাহিনী প্রধান ছিলেন একজন শ্রমিক। সেই রাষ্ট্রের কি অবস্থা ছিল জানেন? সেই রাষ্ট্রে কোনো অভাব অনটন ছিল না। সেই সময় যাকাতের টাকা দেওয়ার মত লোক খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশে শ্রমিকরাজ কায়েম হবে ইনশাআল্লাহ। শ্রমিকদের ন্যায্য অধিকার তারা ফিরে পাবে। এবং সেই শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আপনাদের ভূমিকা রাখতে হবে। যদি শ্রমিকের মর্যাদা, শ্রমিকের সম্মান, শ্রমিকের মানবিক অধিকার রক্ষা করতে চান ইসলামী রাষ্ট্রব্যবস্থার কোনো বিকল্প নেই।

শ্রমিক নেতা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব (ঢাকা ৯ আসনের নাগরিক কমিটির সভাপতি) মজিবুল হক। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও সবুজবাগ পূর্ব থানা আমীর অধ্যাপক রওশন জামীল। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অত্র অঞ্চলের সহকারী পরিচালক মশিউর রহমান, সবুজবাগ-মুগদা অঞ্চলের সহকারী পরিচালক আহসানুল্লাহ শামীম, সবুজবাগ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।  

এলএইস/