চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রতিবাদ হেফাজতের
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৫, ১১:২৫ দুপুর
নিউজ ডেস্ক

চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান সোমবার এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানান। বিবৃতিটি পাঠান সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক শক্তির কেন্দ্রবিন্দু। এর পরিচালনা বিদেশি প্রতিষ্ঠান বা শক্তির হাতে স্থানান্তরের যেকোনো উদ্যোগ রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে হুমকি সৃষ্টি করতে পারে এবং জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

তারা আরও বলেন,

“চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কোনোভাবেই বিদেশি সংস্থার হাতে দেওয়া যাবে না। এ ধরনের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ, অর্থনৈতিক স্বাধীনতা ও আঞ্চলিক নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর।”

হেফাজতের পক্ষ থেকে আরও বলা হয়—

দেশের কৌশলগত স্থাপনার বিষয়ে কোনো গোপন চুক্তি, বিশেষ সুবিধা বা বিদেশি আধিপত্য গ্রহণযোগ্য নয়। জনগণের ত্যাগে গড়ে ওঠা এই গুরুত্বপূর্ণ বন্দর সম্পর্কে যেকোনো সিদ্ধান্ত নিতে হবে স্বচ্ছতা, জনআস্থা এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করে। জনমত অগ্রাহ্য করে বা গোপন আলোচনার মাধ্যমে বন্দর হস্তান্তরের প্রচেষ্টা তারা প্রত্যাখ্যান করেন।

বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়—

“জাতীয় সম্পদ রক্ষার প্রশ্নে কোনো শিথিলতা বা বিদেশি চাপ মেনে নেওয়া হবে না। চট্টগ্রাম বন্দর দেশের, দেশেরই থাকবে। প্রয়োজন হলে আমরা সর্বোচ্চ নাগরিক সতর্কতা ও গণআন্দোলন গড়ে তুলতে প্রস্তুত।”

এনএইচ/