আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপদে রেখেছে: জয়
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৫, ১০:১২ দুপুর
নিউজ ডেস্ক

সজীব ওয়াজেদ জয় আশঙ্কা প্রকাশ করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ তার মা শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন মামলার রায় ঘোষণা করতে পারে, এবং সেখানে মৃত্যুদণ্ডের রায় আসতে পারে। তবে তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে নিরাপদে আছেন এবং দেশটি তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।

আজ সোমবার ট্রাইব্যুনাল পাঁচটি মামলার রায় দিতে যাচ্ছে। ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমন–পীড়নে শেখ হাসিনার ভূমিকা পর্যালোচনার অংশ হিসেবেও এসব মামলার বিচার চলছে।

জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সহিংসতায় প্রায় ১,৪০০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়। পুলিশের গুলিতে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটে। স্বাধীনতার পর এটিই ছিল সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা।

২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ভারতে চলে যান। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন। জয় বলেন, “ভারত তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।”

রায় ঘোষণার আগে জয় বলেন,
“আমরা আগেই জানি রায় কী হবে। তারা টেলিভিশনে দেখাচ্ছে—তাকে দোষী করা হবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড দেওয়া হবে।”

তবে তিনি আরও বলেন,
“আমার মায়ের কিছু হবে না। তিনি ভারতে নিরাপদে আছেন। ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।”

এনএইচ/