স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ০৮:৪৮ রাত
নিউজ ডেস্ক

ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না বলে আবারও জানিয়েছেন দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এছাড়া গাজা বেসামরিকরণ ও হামাসের যোদ্ধাদের নিরস্ত্র করা হবে বলেও মন্তব্য করেছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু।

আজ রোববার (১৬ নভেম্বর) এক সরকারি বৈঠকে এ দখলদার বলেন, “ফিলিস্তিন রাষ্ট্র বা ভূখণ্ড নিয়ে আমাদের অবস্থানের পরিবর্তন হয়নি। গাজাকে বেসামরিকরণ করা হবে এবং হামাস নিরস্ত্র হবে। সহবে বা কঠিনভাবে হোক। এ নিয়ে আমার কোনো স্বীকৃতি, টুইট বা লেকচারের দরকার নেই।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফার যুদ্ধবিরতির চুক্তিসহ অন্য সবকিছুতে আছে গাজাকে অস্ত্রমুক্ত এবং হামাসকে নিরস্ত্র করা হবে।”

“ফিলিস্তিনি রাষ্ট্র নিয়ে আমাদের অবস্থান: জর্ডান নদীর পশ্চিমাঞ্চলের কোনো ভূখণ্ড নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের যে বিরোধীতা আমরা করি, সেটি অব্যাহত আছে। আমাদের এ অবস্থানের এক বিন্দুও পরিবর্তন হয়নি।”

এদিকে গাজায় দুই বছরের বেশি সময় বর্বরতা চালিয়ে এখন মুসলিম বিশ্বের সবচেয় প্রভাবশালী দেশ সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাইছে ইসরায়েল।

এরমধ্যে সৌদি আরব আবার যুক্তরাষ্ট্রের থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার চেষ্টা চালাচ্ছে। তবে  ইসরায়েল যুক্তরাষ্ট্রকে শর্ত দিচ্ছে— সৌদি যদি এফ-৩৫ চায় তাহলে তাদের সঙ্গে রিয়াদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে।

আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করবেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এতে এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি, নিরাপত্তা চুক্তি এবং ইসরায়েল-সৌদি সম্পর্ক স্থাপনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

গত মাসে এক ফোনকলে সৌদির ক্রাউন প্রিন্সকে ট্রাম্প জানান, এখন যেহেতু গাজার যুদ্ধ শেষ হয়েছে, তাই সৌদি চাইলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। তিনি আশা ব্যক্ত করেন, সৌদি-ইসরায়েল শিগগিরই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে।

সূত্র: আলজাজিরা, এক্সিওস

এলএইস/