
|
মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা
প্রকাশ:
১৬ নভেম্বর, ২০২৫, ০৬:২৯ বিকাল
নিউজ ডেস্ক |
শাইখুল ইসলাম মুফতী তাকী উসমানীর সুযোগ্য সাহেবজাদা ড. ইমরান আশরাফ উসমানী রাজধানীর মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শন করেছেন। শনিবার (১৫ নভেম্বর) তিনি বনশ্রীতে মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামীর ক্যাম্পাসে আসেন। সঙ্গে আগমন করেন শাইখুল ইসলাম মুফতী তাকী উসমানীর একান্ত সাহচর্যপ্রাপ্ত ও আওফি (AAOIFI) এর সিনিয়র শরিয়াহ ডিপার্টমেন্ট ম্যানেজার মুফতী শাকির যাখুরা। আরও উপস্থিত ছিলেন মুফতী মিযানুর রহমান সাঈদ, মুফতী নেয়ামত উল্লাহ, ড. মুফতী ইউসুফ সুলতান, মুফতী আব্দুল্লাহ মাসুম হাফিজাহুমুল্লাহ প্রমুখ। ড. ইমরান আশরাফ উসমানী প্রতিষ্ঠান এবং এর কার্যক্রম দেখে খুবই খুশি প্রকাশ করেন এবং ভবিষ্যতে ইসলামি ফিন্যান্সের উজ্জ্বল ভূমিকার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। শায়েখ যাখুরাও প্রতিষ্ঠানের কার্যক্রম ও মানহায (পাঠ্যক্রম) দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং দোয়া দেন। প্রতিষ্ঠানের মুহতামিম ড. মুফতী ইউসুফ সুলতান শুভেচ্ছা বক্তব্যে বলেন, আজকের দিনটি আমাদের প্রতিষ্ঠানের জন্য ঈদের ন্যায় আনন্দের। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এই বরকতময় কদমের বদৌলতে আমাদের প্রতিষ্ঠানকে কবুল করুন। এলএইস/ |