
|
মধুপুর মাদরাসায় বুখারির দরস দিলেন মাওলানা ফজলুর রহমান
প্রকাশ:
১৬ নভেম্বর, ২০২৫, ০৬:১৫ বিকাল
নিউজ ডেস্ক |
বাংলাদেশে সফররত পাকিস্তানের বিখ্যাত আলেম, পার্লামেন্টারিয়ান এবং জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান মুন্সীগঞ্জের জামিয়া হালিমিয়া মধুপুরে বুখারি শরিফের দরস দিয়েছেন। রোববার (১৬ নভেম্বর) সকালে তিনি ওই মাদরাসায় বুখারির দরস দেন। এ সময় ওই মাদরাসার শিক্ষার্থীরা ছাড়াও আশপাশের মাদরসার শিক্ষার্থীরা দরসে অংশ নেন। ছিলেন বিপুলসংখ্যক আলেমও। এক সপ্তাহের সফরে গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশে আসেন মাওলানা ফজলুর রহমান। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়ত মহাসম্মেলনে তিনি প্রধান অতিথির ভাষণ দেন। আগামীকাল তার সিলেটে ফিলিস্তিন সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এছাগা তিনি গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ফিদায়ে মিল্লাত কনফারেন্সে প্রধান অতিথির ভাষণ দেন। শুক্রবার আরজাবাদ মাদরাসায় জুমার খুতবা দেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হারমনি মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত সুধী সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এলএইস/ |