
|
ইসির সংলাপে ইসলামী আন্দোলনের নেতারা
প্রকাশ:
১৬ নভেম্বর, ২০২৫, ০৫:৫৫ বিকাল
নিউজ ডেস্ক |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংলাপে অংশ নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। রোববার (১৬ নভেম্বর) ইসির দ্বিতীয় দিনের সংলাপে অংশ নেন ইসলামী আন্দোলনের নেতারা। দলটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান, আহমদ আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। অর্ধশতাধিক নিবন্ধিত দলের মধ্যে বৃহস্পতি ও রোববার দুই দিনে ২৪টি দলের সংলাপ হলো। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বিতীয় দিনের সংলাপে অংশ নিয়ে দলগুলোর প্রতিনিধিরা বলেন, অতীতের অভিজ্ঞতা বলছে, প্রশাসন, প্রভাবশালী গোষ্ঠী এবং রাজনৈতিক ক্ষমতার অঘোষিত প্রভাবই ভোটের পরিবেশকে সবচেয়ে বেশি নষ্ট করে। এবার সেই সুযোগ যেন কেউ না পায়, সে জন্য ইসিকে শুরু থেকেই কঠোর অবস্থান নিতে হবে। এলএইস/ |