
|
ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে জর্ডান-পাকিস্তানের ‘জিরো টলারেন্স’ ঘোষণা
প্রকাশ:
১৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ দুপুর
নিউজ ডেস্ক |
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অবরুদ্ধ গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যেকোন ধরনের পরিকল্পনার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে রয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। টিআরটি ওয়ার্ল্ডের খবরে এ তথ্য জানা গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘উভয় নেতা যুদ্ধ পরবর্তী গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানচ্যুতি নিয়ে যেকোনো পদক্ষেপের বিষয়ে কোনো ছাড় না দেয়ার বিষয়ে একমত হয়েছেন।’ অভিবাসন নীতি কঠোর করছে যুক্তরাজ্যঅভিবাসন নীতি কঠোর করছে যুক্তরাজ্য ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইল প্রায় ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এবার মেক্সিকোতে জেন-বিক্ষোভ, ব্যাপক সংঘর্ষএবার মেক্সিকোতে জেন-বিক্ষোভ, ব্যাপক সংঘর্ষ পাশাপাশি সংস্কৃতি ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই দেশ। এলএইস/ |