আরব–ইসরায়েলি মৈত্রী গঠনে মরিয়া ট্রাম্প; সৌদিকে নতুন প্রস্তাব
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ১২:২৮ দুপুর
নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে অনুরোধ করেছেন, গাজা যুদ্ধের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে এগোতে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, গত মাসে ট্রাম্প ও বিন সালমানের মধ্যে টেলিফোন আলাপের সময় এই অনুরোধ জানানো হয়। আগামী ১৮ নভেম্বর হোয়াইট হাউসে দুই নেতার আনুষ্ঠানিক বৈঠকেও বিষয়টি আলোচনার প্রধান ইস্যু হিসেবে উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাক্সিওসের বরাতে জানানো হয়েছে, মার্কিন কর্মকর্তারা আশা করছেন—এই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে কিছু অগ্রগতি হতে পারে।

যদিও রিয়াদ ও তেলআবিবের মধ্যে এখনো নানা ইস্যুতে গভীর মতভিন্নতা রয়েছে, তবুও ওয়াশিংটন নিরাপত্তা ও রাজনৈতিক সুবিধা দেওয়ার মাধ্যমে সৌদি আরবকে এই প্রক্রিয়ায় যুক্ত করতে চেষ্টা চালাচ্ছে।

সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে আঞ্চলিক নিরাপত্তার নিশ্চয়তা এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার গ্যারান্টি চাইছে। হোয়াইট হাউস বলছে, গাজার জন্য ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এই লক্ষ্য অর্জনের পথ আরও সহজ করতে পারে।

তবে গাজা যুদ্ধ চলাকালে সৌদি জনমত তীব্রভাবে ইসরায়েল–বিরোধী অবস্থান নেওয়ায়, দেশটির নীতিনির্ধারকদের জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ এখন আরও জটিল হয়ে পড়েছে।

মার্কিন কর্মকর্তারা আশা করছেন, সৌদি আরব ট্রাম্পের অনুরোধের প্রতি শেষ পর্যন্ত ইতিবাচক সাড়া দেবে। বহু বছর ধরে যুক্তরাষ্ট্র আরব–ইসরায়েলি অক্ষ গড়ে তোলার মাধ্যমে প্রতিরোধ অক্ষকে দুর্বল করার কৌশল অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা।

এনএইচ/