আলেমদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ১২:০২ দুপুর
নিউজ ডেস্ক

আলেম-ওলামাকে নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি লেখেন, “যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাদের প্রতি স্পষ্ট বার্তা—কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে দয়া করে অশোভন মন্তব্য করবেন না। যদি কেউ এমনটি করেন, ধরে নেওয়া হবে তিনি প্রকৃত অর্থে জামায়াতে ইসলামীকে ভালোবাসেন না।”

তিনি পোস্টের শেষে সমর্থকদের প্রতি ধন্যবাদ জানান।

এনএইচ/