
|
৯ ডিসেম্বর রূপসায় পীর সাহেব চরমোনাই এর ওলামা ও সুধী সমাবেশ
প্রকাশ:
১৫ নভেম্বর, ২০২৫, ০৮:৪৯ রাত
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনার রুপসা উপজেলা শাখার উদ্যোগে আগামী ৯ই ডিসেম্বর মঙ্গলবার বাদজোহর রুপসা উপজেলার পালেরহাট ফুটবল ময়দানে উপজেলা ইসলামী আন্দেলনের সভাপতি শেখ মোঃ ইউসুফ আলী সভাপতিত্বে, এবং উপজেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদের পরিচালনায় উলামা ও শুধী সমাবেশে অনুষ্ঠিত হবে।
উক্ত উলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়বে আমীর এবং খুলনা ৩ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওঃ আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুহতারাম মহাসচিব ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৪ (রুপসা দিঘলিয়া তেরখাদা) আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখা সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান,
মুফতি মুজিবুর রহমান মাওলানা রবিউল ইসলাম সহ বরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন
ওলামা সুধী সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী ও সেক্রেটারি মাওলানা হারুন অর-রশিদ।
এলএইস/
|