
|
রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে চার দফা কর্মসূচি
প্রকাশ:
১৫ নভেম্বর, ২০২৫, ০৬:২২ বিকাল
নিউজ ডেস্ক |
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হলো খতমে নবুওয়ত মহাসম্মেলন। এতে দেশের নানা প্রান্ত থেকে লক্ষাধিক তৌহিদি জনতা সমবেত হন। দেশি-বিদেশি শীর্ষ আলেম ও রাজনীতিকদের উপস্থিতিতে মহাসম্মেলন থেকে চার দফা কর্মসূচি ঘোষণা করা হয়। আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াতের মহাসচিব ও সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের সদস্য সচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী চার দফা কর্মসূচি ঘোষণা করেন। তিনি কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দৃঢ় দাবি পুনর্ব্যক্ত করেন। সম্মেলনে ঘোষিত কর্মসূচিগুলো হলো— ১. গণস্বাক্ষর অভিযান আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সর্বস্তরের আলেম-ওলামা এবং তৌহিদি জনতার অংশগ্রহণে দেশব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি চলবে। ২. স্মারকলিপি প্রদান মে ও জুন মাসজুড়ে দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। ৩. বিভাগীয় সম্মেলন জুলাই ২০২৬ থেকে নভেম্বর ২০২৬ পর্যন্ত পাঁচ মাসে সারাদেশে পর্যায়ক্রমে প্রতিটি বিভাগে খতমে নবুওয়াত বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ৪. জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন উপরোক্ত শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের পরও যদি কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা হয়, তবে ডিসেম্বর ২০২৬-এ দেশের শীর্ষ উলামায়ে কেরামদের নিয়ে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন আহ্বান করা হবে। সেখানে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান মহিউদ্দিন রব্বানী। মহাসচিব তার বক্তব্যে বলেন, ‘এ দাবি কোনো গোষ্ঠীর নয়, সমগ্র মুসলিম উম্মাহর ঈমানি দাবি। আল্লাহ ও তাঁর রাসুল সা.-এর প্রতি ভালোবাসা থেকেই এই আন্দোলন।’ এলএইস/ |