
|
চট্টগ্রাম সমিতি কাতারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
প্রকাশ:
১৫ নভেম্বর, ২০২৫, ০৫:১৩ বিকাল
নিউজ ডেস্ক |
আবুল কালাম ফয়সাল, কাতার থেকে চট্টগ্রাম সমিতি কাতারের ১১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে কাতারের রাজধানী দোহার পাঁচতারকা বিশিষ্ট হোটেল ক্রাউন প্লাজার বলরুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা হয়। পরে সংগঠনের সভাপতি ইসমাইল মনচুর নতুন কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসাইন, উপদেষ্টা আবুল হাসেম, উপদেষ্টা জসিম উদ্দীন ওয়াহিদী, সহ-সভাপতি লায়ন মইন উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল রানা। নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন লায়ন এম. মইন উদ্দিন, মাওলানা জমির উদ্দিন, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ আলী, কাজী ফারুক পেয়ারু, প্রকৌশলী মো. মফিজুর রহমান সামি, মানিক চৌধুরী, ফজল কবির, মোহাম্মদ আমির এইচ এম শরিফ, মোহাম্মদ এরশাদুল আলম, মোহাম্মদ মাইনুল করিম, মোহাম্মদ সোহেল সিকদার, নাজিম উদ্দিন ভূঁইয়া, নুরুল মোস্তফা, রিয়াজ রানা, মোহাম্মদ মোরশেদ চৌধুরী, মোহাম্মদ আলমগীর, মো. মঈন উদ্দিন, রুনা আক্তার ও জিন্নাত আরা বেগম। যুগ্ম সম্পাদক সম্পাদক হিসেবে রয়েছেন প্রকৌশলী মাহবুবুল আলম, প্রকৌশলী আমানত হোসাইন, মোহাম্মদ ফখরুল ইসলাম, সাহাদাত হোসেন হৃদয়, মো. ইকবাল হোসেন খোকন, প্রকৌশলী মো. নাসির উদ্দীন, মো. দিদারুল আলম, এটিএম আসাদুজ্জামান বাবলু, নাসের সিদ্দিকী, জোহরা নূর রুমা, এ জে এম হোসাইন চৌধুরী, মো. আলাউদ্দিন, ইদ্রিস বিষু, আসাদুজ্জামান রানা, ইরফান সায়েদ, নুসরাত নিসা আরিফা, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ নাজিম উদ্দিন। প্রকাশনা সম্পাদক নাবিল হাসান চৌধুরী, সহ-প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সোহেব চৌধুরী মুন্না, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আলম, সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ, মোহাম্মদ আহসান, আতিকুর রহমান জাহেদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক উম্মুল খাইর ফাতেমা, সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, জিকরের নাহার চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান, সহসাংস্কৃতিক সম্পাদক রিনা আক্তার, মো. ইউনুস মিয়া, আপ্যায়ন সম্পাদক মো. নাসির উদ্দিন, সহ-আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ মন্নান, নুরুল আবিদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ওমর ফারুক, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জাফর ইসলাম, সদস্য সংগ্রহ সম্পাদক মাহাবুল আলম, প্রকৌশলী সাজ্জাদ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক শাহাদাৎ হোসেন রিপন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক এমদাদুল মোস্তফা, আইন ও মানব অধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইয়াছিন আলী, মোহাম্মদ ইদ্রিস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহমুদুল হাসান, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহেদুর রহমানসহ আরো অনেকে। এসময় সমিতির পরিচয়পত্র (আইডি কার্ড) এবং ভালোবাসার প্রতীক গোলাপ ফুল দিয়ে সকল সদস্যকে বরণ ও অভিনন্দন জানানো হয়। বক্তারা তাদের বক্তব্যে চট্টগ্রামের গৌরবময় ইতিহাস, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং পাহাড়–সমুদ্রবেষ্টিত অনন্য সৌন্দর্যের কথা তুলে ধরেন। তারা বলেন, বীর চট্টলার ইতিহাস, চাটগাঁইয়া ভাষা, খাদ্যসংস্কৃতি এবং প্রাচীন ঐতিহ্য চট্টগ্রামকে বাংলার এক বিশেষ পরিচয়ে তুলে ধরেছে। প্রবাসের মাটিতেও এই ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর বক্তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন। উৎসবমুখর পুরো আয়োজনজুড়ে ছিল প্রবাসী চট্টগ্রামবাসীর প্রাণের মিলনমেলা, সৌহার্দ্য ও ঐতিহ্যের প্রতি গভীর অনুরাগের প্রকাশ। শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়। এলএইস/ |