
|
খতমে নবুওয়ত মহাসম্মেলনে হাজারো মেহমানকে সতেজতার স্বস্তি দিলো পিসব
প্রকাশ:
১৫ নভেম্বর, ২০২৫, ০৪:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানীতে অনুষ্ঠিত ঐতিহাসিক খতমে নবুওয়াত মহাসম্মেলনে আগত হাজারো আলেম, তুলাবা এবং মুসলিম জনতাকে শীতল পানির মাধ্যমে স্বস্তি পৌঁছে দিয়েছে People’s Improvement Society of Bangladesh (পিসব)। প্রখর রোদ ও ভিড়ের মাঝেও পিসব-এর স্বেচ্ছাসেবক দল শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকেই মাঠজুড়ে অবস্থান নিয়ে অতিথিদের হাতে হাতে পানি পৌঁছে দেয়। কমলা রঙের ‘স্বেচ্ছাসেবক – পিসব’ ভেস্ট পরা কর্মীরা নিয়মিতভাবে সারিবদ্ধভাবে মানুষের মাঝে পানি বিতরণ করে সম্মেলনস্থলে একটি সুশৃঙ্খল ও মানবসেবামূলক পরিবেশ তৈরি করেন। সম্মেলনে আগত অনেকে জানান, এত বড় জমায়েতে পিপাসার সময় পিসবের স্বেচ্ছাসেবকরা যেভাবে দ্রুত পানি পৌঁছে দিয়েছেন—তা সত্যিই আরাম ও স্বস্তি দিয়েছে। তাদের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পিসবের সাধারণ সম্পাদক ও প্রকল্প পরিচালক মাওলানা ইমরান হোসাইন হাবিবী বলেন, এ ধরনের বড় আয়োজনে মানুষের পিপাসা মেটানো একটি গুরুত্বপূর্ণ সেবা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা শুধু বিশুদ্ধ পানি বিতরণের ব্যবস্থা করেছি, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে অংশ নিতে পারেন। সম্মেলনস্থলে পিসব-এর এই পানি বিতরণ কার্যক্রম উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে এবং মানবসেবায় সংগঠনের অঙ্গীকারকে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরেছে। এলএইস/ |