খতমে নবুওয়তের দাবিতে একত্রিত উম্মাহ: আহমদীয়া ইস্যুতে রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ০৪:০৪ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির হযরত মাওলানা মামুনুল হক (দামাত বারকাতুহু) বলেছেন, রাসূলুল্লাহ ﷺ -এর পরে নবুওয়তের দাবি করা ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী। তিনি বলেন, “যে কেউ নবুওয়তের দাবি করবে, সে এই বরকতময় নবুওয়তের ধারার বাইরে বিবেচিত হবে।”

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এই রাষ্ট্রে কাদিয়ানীদেরকে অমুসলিম হিসেবে ঘোষণা করতে চাই। ২০১৩ সালের শাপলা চত্বরের পর ২০২৪ সালের যে আন্দোলন শুরু হয়েছে, তার অন্যতম দাবিই ছিল কাদিয়ানীদের বিষয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত।”

হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী ও সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের আহ্বায়ক পীর সাহেব মধুপুরের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “নেতৃত্বের ধারাবাহিকতায় এ দাবি রাষ্ট্রের সামনে আরও শক্তভাবে তুলে ধরা হবে।”

তিনি আরও বলেন, “কাদিয়ানী ইস্যুতে জনগণের অনুভূতি স্পষ্ট। সংসদে আইন পাসের মাধ্যমে তাদের অমুসলিম ঘোষণা করার দাবি জনমনে দীর্ঘদিনের।”

দেশে খতমে নবুয়তের আকিদা রক্ষা ও ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি তিনি রাষ্ট্রীয় নীতিনির্ধারকদের গুরুত্বের সাথে বিবেচনার আহ্বান জানান।

এলএইস/