
|
ধর্মীয় কার্যক্রম ও প্রতীক ব্যবহারে অমুসলিমদের কোনো অধিকার নেই
প্রকাশ:
১৫ নভেম্বর, ২০২৫, ০১:৫৪ দুপুর
নিউজ ডেস্ক |
নামাজ, রোজা, হজ, যাকাত, আজান ও মসজিদ—এই সমস্ত ধর্মীয় কার্যক্রম এবং প্রতীকের ব্যবহার শুধুমাত্র মুসলমানদের জন্য সংরক্ষিত। কোনো অমুসলিম বা বিভ্রান্তিকর সম্প্রদায় এগুলো ব্যবহার করার অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন জমিয়ত মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী। আজ (১০ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসম্মেলন ও এসব কথা বলেন তিনি। তিনি বলেন, “বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না হওয়ায় কিছু গোষ্ঠী সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করছে। তাই তাদেরকে অমুসলিম ঘোষণা করার বাইরেও আমরা কোনো অস্পষ্টতা বরদাস্ত করব না।” মনজুরুল ইসলাম আফিন্দি আরও জোর দেন, মুসলমানদের ঈমান ও পরিচয় রক্ষার জন্য স্পষ্ট, দৃঢ় অবস্থান গ্রহণ করা সময়ের দাবি। তার বক্তব্যে উপস্থিত জনতা সমর্থন ও ঐক্যের প্রকাশ করেন। এমএম/ |