
|
রাসূলুল্লাহ সা.কে আখেরি নবী হিসেবে বিশ্বাসই মুসলিমের পরিচয়: সালাহউদ্দিন আহমেদ
প্রকাশ:
১৫ নভেম্বর, ২০২৫, ০১:৩৩ দুপুর
নিউজ ডেস্ক |
বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমেদ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী হিসেবে বিশ্বাসই মুসলিমের পরিচয়। আজ (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। অনুষ্ঠানের সভাপতি ছিলেন হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এবং প্রধান অতিথি বাংলাদেশ হেফাজতে ইসলামের আমীর আল্লামা হযরত মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারকাতুহু। অনুষ্ঠানে পাকিস্তানি হিন্দুস্তানের সম্মানিত ওয়াজিনসহ বিভিন্ন আন্তর্জাতিক অতিথিরাও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আজকে এখানে সবাই উপস্থিত হয়ে যে শৃঙ্খলার সাথে বক্তব্য শুনছেন, আমি মুগ্ধ। আপনাদের সাথে একাত্ম প্রকাশ করতে এখানে এসেছি।” তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহ অন্তর্ভুক্ত করার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “আপনারা কি চান সেটা পুনর্বহল হোক। ইনশাআল্লাহ আমরা তা পুনর্বহল করব।” সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। আমরা মুসলিমরা বিশ্বাস করি— লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ। তিনি আখেরি নবী; তার পরে কোনো নবী বা রাসূল আসবেন না। যারা এর পরে নিজেকে নবী দাবি করে, তারা এই বিশ্বাসের বাইরে।” তিনি দৃঢ়ভাবে বলেন, “আমরা আখেরি নবী হিসেবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বিশ্বাস করেই কলেমা পড়ে মুসলিম হয়েছি। বাংলাদেশে এই পরিচয়কে আমরা সম্মান করি। আল্লামা ইকবালের ভাষায়— যদি মিল্লাতের একাত্মতায় আমরা এক থাকি, কেউ আমাদের আলাদা করতে পারবে না।” তিনি ভবিষ্যতের পরিকল্পনার দিকে ইঙ্গিত দিয়ে বলেন, “ইনশাআল্লাহ, যদি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা আমাদের হাতে আসে এবং জনগণ আমাদেরকে দায়িত্ব দেয়, আমরা সকল দাবী আলাপ-আলোচনার মাধ্যমে জাতীয় সংসদে আইনগতভাবে বাস্তবায়ন করব। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নয়, তারা মুসলিম হতে পারে না।” এমএম/
|