খতমে নবুওয়াত বিরোধীদের অমুসলিম স্বীকৃতি দিতে হবে: আতাউল্লাহ আমীন
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ১১:৪১ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আতাউল্লাহ আমিনি বলেছেন, গোটা পৃথিবীর মুসলিমরা এক বিষয়ে ঐক্যবদ্ধ— কাদিয়ানীরা অমুসলিম ও কাফের। আজকের এই মহাসম্মেলন শুধু বাংলাদেশের মুসলমানদের নয়; এটি বিশ্ব মুসলিম জাগরণের প্রতীক।

রাজধানীতে অনুষ্ঠিত মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “এই মঞ্চ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই— কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে বাংলাদেশে থাকতে পারবে না। হিন্দু, খ্রিস্টানসহ অমুসলিমরা যেভাবে বাংলাদেশের পরিচয় ধারণ করে, কাদিয়ানীদেরও সে পরিচয়েই থাকতে হবে। সংবিধানে তাদের অমুসলিম পরিচয় স্বীকৃতি দিতে হবে। তারা কোনোভাবেই মসজিদ নির্মাণ করতে পারবে না।”

তিনি আরও বলেন, “যতদিন পর্যন্ত কাদিয়ানীদের কাফের ঘোষণা কার্যকর না হবে, আমরা রাজপথে আছি, থাকবো, এবং রাজপথেই এর ফয়সালা হবে।”

সম্মেলনে উপস্থিত বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বক্তব্যটি গভীর সাড়া ফেলে এবং কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে নতুন করে উদ্দীপনা তৈরি হয়।

এনএইচ/