
|
সোহরাওয়ার্দীর জনস্রোতে খতমে নবুওয়তের সম্মান রক্ষার শপথ
প্রকাশ:
১৫ নভেম্বর, ২০২৫, ১১:৩৮ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই মহাসম্মেলনে সারাদেশ থেকে লাখ লাখ নবীপ্রেমিক অংশ নিয়েছেন। দেশ-বিদেশের শীর্ষ আলেমদের উপস্থিতিতে তারা নবীজির খতমে নবুওয়াতের সম্মান রক্ষার শপথ নিয়েছেন। অভিশপ্ত কাদিয়ানি গোষ্ঠীকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন উপস্থিত তৌহিদি জনতা। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই মহাসম্মেলন । খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এই মহাসম্মেলনের তত্ত্বাবধান করছে। সম্মেলনে যোগ দিয়েছেন সারা দেশ থেকে আসা লাখ লাখ তৌহিদি জনতা। সকাল থেকে মঞ্চে দেশের খ্যাতনামা ও শীর্ষ আলেমরা বক্তব্য দিচ্ছেন। প্রত্যেকের বক্তব্যেই কাদিয়ানিদের কাফের ঘোষণার দাবি উঠে আসছে। যেকোনো মূল্যে খতমে নবুওয়াতের সম্মান রক্ষা করা হবে বলে জানান তারা। এই মহাসম্মেলনে যোগ দিয়েছেন দেশ-বিদেশি শীর্ষ আলেমরা। এর মধ্যে রয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, পাকিস্তানের ইসলামি চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান, পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরি টাউন মাদরাসার নায়েবে মুহতামিম আহমাদ ইউসুফ বিন্নুরি; জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট, সৌদি আরবের নায়েবে আমির শায়খ আবদুর রউফ মাক্কি, মিসরের আল-আজহার ইউনিভার্সিটির অধ্যাপক শায়খ মুসআব নাবিল ইবরাহিম। দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দারুল উলুম হাটহাজারীর অধ্যক্ষ মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রমুখ। মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ পীর সাহেব, মধুপুর। এমএম/ |