একবার ইসলামকে ভোট দিন, আমরা পরীক্ষা দিতে প্রস্তুত: শায়খে চরমোনাই
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ১১:০৯ দুপুর
নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ধানের শীষ, নৌকা, লাঙ্গল সবাই আপনাদের ভোটে বিজয়ী হয়ে তারা পরীক্ষায় ফেল করেছে। ইসলামকে একবার ভোট দিন আমরা পরীক্ষা দিতে প্রস্তুত আছি।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, বিগত সরকারের আমলে জনগণকে ধোঁকা দিয়ে ভোট নিয়েছে। ইসলামি দলগুলো ক্ষমতায় এলে মেধাবী ছাত্র দায়িত্ব নেবে সরকার। সকল ধর্মের শান্তি প্রতিষ্ঠায় ইসলামি দলগুলো কোন বিকল্প নেই। সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে একমাত্র ইসলামী দলগুলো। ইসলামী দলগুলো ক্ষমতায় গেলে চুরি ডাকাতি খুন চাঁদাবাজি সব বন্ধ হয়ে যাবে।

শায়খে চরমোনাই বলেন, ভিন্ন ধর্মের লোকজন আমাদের ভোট দেবে কারন ইসলামী দলগুলো ক্ষমতা গেলে তারা নিরাপত্তা ও শান্তিতে বসবাস করতে পারবে।

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো দলে নেতাকর্মীদের হয়রানি না করা হয় প্রশাসনকে জোর দাবি জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান।

বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী আন্দোলন সভাপতি আবুল কালাম আজাদ, জেলা সাধারণ সম্পাদক নিয়াজুল করীম, মুফতি আশরাফুল ইসলাম দুলাল, জামায়াতে ইসলামী পৌর শাখার আমির আব্দুল হালিম, মুফতি বেলায়েত উল্লাহ কাসেমী, পৌর সভাপতি রাইখান উদ্দিন আনসারী, সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ।

এনএইচ/