
|
তেহরানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছে শত শত মানুষ
প্রকাশ:
১৫ নভেম্বর, ২০২৫, ১০:১৮ দুপুর
নিউজ ডেস্ক |
ইরানজুড়ে তীব্র খরা অব্যাহত থাকায় পানির সংকট চরম আকার ধারণ করেছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণে দেশটির বিভিন্ন প্রান্তে শত শত মানুষ বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনায় অংশ নিচ্ছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এক ফোঁটা বৃষ্টি না হওয়া এবং জলাধারগুলোর পানি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। বিশেষ করে রাজধানী তেহরানসহ বড় শহরগুলোতে পানি সরবরাহ ব্যবস্থার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে জানায়, চলমান খরা ইরানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অবস্থায় পৌঁছাতে পারে। পানির এই মারাত্মক ঘাটতি কৃষি উৎপাদনে বড় ধরনের ক্ষতি ডেকে আনছে এবং দেশের প্রধান শহরগুলোতে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনকে হুমকির মুখে ফেলেছে। এ অবস্থায় শুক্রবার তেহরানসহ বিভিন্ন শহরের মসজিদ ও খোলা ময়দানে বিশেষ নামাজ ও প্রার্থনার আয়োজন করা হয়। খরা থেকে মুক্তি ও রহমতের বৃষ্টি কামনায় এসব আয়োজনে বহু মানুষ সমবেত হয়ে সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেন। তথ্যসূত্র: রয়টার্স এনএইচ/ |