
|
‘দুর্নীতি প্রতিরোধে সৎ ও আদর্শবান নেতৃত্বকে সংসদে পাঠাতে হবে’
প্রকাশ:
১৫ নভেম্বর, ২০২৫, ০৮:৩৯ সকাল
নিউজ ডেস্ক |
নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেছেন- দুর্নীতিবাজদের প্রতিরোধে সৎ ও আদর্শবান নেতৃত্বকে সংসদে পাঠাতে হবে। নির্বাচনে একজন নাগরিকের ভোট একটি পবিত্র আমানত। এই আমানত প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন, এর জন্য পরবর্তীতে জবাবদিহিতা করতে হবে। প্রার্থীর সততা, আমানতদারিতা দেখে ভোট দিতে হবে এবং ভোট দেওয়ার ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে পরবর্তীতে। জনগণের নেতৃত্বের ভার কাকে দিচ্ছেন, সে বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। যাতে নতুন করে জাতি আবার নতু৷ কোনো ফ্যাসিবাদের কবলে না পড়ে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে নাসিক ১২নং ওয়ার্ড পশ্চিম ইসদাইর শাখার গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি শহীদুল ইসলাম নান্নু। সিরাজুল মামুন বলেন- দেশের বিদ্যমান দুর্নীতি ও চাঁদাবাজির সংস্কৃতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। জনগণের সম্মিলিত প্রতিরোধই পারে এই অশুভ শক্তিকে রুখে দিতে। "দুর্নীতিবাজদেরকে আপনারা প্রতিরোধ করবেন, প্রতিহত করবেন। আর যেন বাংলাদেশে কোনো নতুন চাঁদাবাজি না হয়। তিনি আশা প্রকাশ করে বলেন- আমরা আশা করি এবার জাতীয় সংসদ নির্বাচনে সচেতনতার মাধ্যমে ভোটাররা এমন প্রার্থীকে নির্বাচিত করবেন যারা নতুন করে কোনো চাঁদাবাজি বা অরাজকতা সৃষ্টি করবে না। মানুষকে কষ্ট দিবে না। আমরা বিবেচনা করুন৷ তিনি বলেন- এবার নির্বাচনে দেশপ্রেমিক ও ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে সমঝোতাভিত্তিক নির্বাচন করার চেষ্টা চালাচ্ছি। আমরা বিশ্বাস করি, এই ঐক্য দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গঠনে সহায়ক হবে। আমরা ইনশাআল্লাহ এবার আর দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কোনো প্রশ্রয় দেবো না ইনশাআল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, ডাক্তার শামীম ভূঁইয়া, সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, মুহাম্মদ শরীফ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, প্রমুখ। এনএইচ/ |