আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে দেশি-বিদেশি অতিথি যাঁরা
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ০৭:৫৬ সকাল
নিউজ ডেস্ক

কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আজ শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক মহাসম্মেলন। এই মহাসম্মেলনে সারাদেশ থেকে লাখো তৌহিদি জনতা অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন। এতে দেশি-বিদেশে কয়েক ডজন শীর্ষ আলেম অংশ নেবেন। এই তালিকায় রয়েছেন-

জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের (ভারত) সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরী টাউন মাদরাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী এবং জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ইলিয়াছ গুম্মান, মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

দেশের শীর্ষ আলেমদের মধ্যে সম্মেলনে অংশ নেবেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক প্রমুখ।

এছাড়া শাইখুল হাদিস মাও. নূরুল ইসলাম (আদীব সাহেব), মাওলানা সাজিদুর রহমান, শাইখুল হাদিস মাও. শেখ আহমাদ, মাওলানা মোশতাক আহমাদ, মুফতি মাহফুজুল হক, মাওলানা রশিদ আহমাদ,
মাওলানা মামুনুল হক, মুফতি জাফর আহমদ (পীর সাহেব ঢালকানগর), মাওলানা খলীল আহমদ (পীর সাহের নোয়াবাদ বাপকাটি), মাওলানা হেলাল উদ্দীন, মাওলানা খালেদ সাইফুল্লাহ সা'দী, মাওলানা আব্দুল হক হক্কানী, মাওলানা উবাইদুর রহমান মাহবুব (বরিশাল), মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, শাইখুল হাদিস মাও. আব্দুল কুদ্দুস,  মাওলানা শায়খ জিয়াউদ্দীন, মুফতি জসিমুদ্দীন, মাওলানা আব্দুল আওয়াল, মুফতি রুহুল আমীন, মুফতি আরশাদ রাহমানী, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মুফতি সৈয়দ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), মাওলানা নূরুল হক, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা রশিদুর রহমান ফারুক।

মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মুফতি দেলোওয়ার হোসাইন, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা শাহ আব্দুল মতিন (পীর সাহেব ঢালকানগর), ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী,  মাওলানা নূরুল ইসলাম খাঁন, মাওলানা আনওয়ারুল কারিম, মাওলানা আনাস, মাওলানা আশেক এলাহী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মাসউদুল কারিম।
মাওলানা কেফায়াতুল্লাহ আযহারী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা সাব্বির আহমদ রশিদ, মাওলানা আলী আকবর কাসেমী, মাওলানা আহমাদুল্লাহ খান, মুফতি শফিক সাদী, মুফতি জাকির হোসাইন, মাওলানা মুফতী সাঈদ নূর, মাওলানা আকরাম আলী, মাওলানা লেহাজ উদ্দীন, মাওলানা শুআইব ইবরাহীম, মাওলানা উবাইদুল্লাহ কাসেমী, মাওলানা আব্দুল আজিজ,  মুফতী মুহাম্মদ ইমাদুদ্দীন, মাওলানা ইউনুস, মাওলানা মোবারকুল্লাহ, মাওলানা আব্দুল হক মোমেনশাহী, মাওলানা আব্দুল কাদের, মাওলানা ইসমাঈল নুরপুরী, মাওলানা হাসান জামিল,  মাওলানা শওকত হোসাইন সরকার, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, মুফতি নুর হোসাইন নুরানী, মাওলানা নুরুল হক,  মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা আবুল কাশেম আশরাফী।

এনএইচ/