খতমে নবুওয়ত মহাসম্মেলন আজ, ঢল নামবে লাখো তৌহিদি জনতার 
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৫, ০৭:৪৪ সকাল
নিউজ ডেস্ক

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আজ শনিবার (১৫ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এ মহাসম্মেলনে অংশ নিতে ইতোমধ্যেই বিদেশি মেহমানগণ রাজধানী ঢাকায় অবস্থান নিয়েছেন। মহাসম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ লাখো তৌহিদি জনতার ঢল নামবে এই মহাসম্মেলনে। 

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর সোহরাওয়ার্দী উদ্যানে আজকের আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান জানিয়ে বলেছেন, ঈমানি তাগিদেই কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানি সম্প্রদায় কাফের হওয়ার বড় একটি কারণ হলো রাসূল (সা.) কে অবমাননা করা।

তিনি বলেন, মির্যা গোলাম আহমদ কাদিয়ানী অত্যন্ত জঘন্য পন্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে। মির্যা গোলাম আহমদ কাদিয়ানি খতমে নবুওতের এই মৌলিক আকিদাকে অস্বীকার করে ১৯০১ সালে সরাসরি নবুওত দাবি করে বসে।

পীর সাহেব মধুপুর বিশ্বের বিভিন্ন দেশে কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা হয়েছে। কাদিয়ানি সম্প্রদায় মিথ্যা নবীর দাবিদার, ওরা মুসলমানদের পরিচয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে।

জানা গেছে, খতমে নবুওয়ত নিয়ে কাজ করা তিনটি সংগঠন সম্মিলিতভাবে আজকের মহাসমাবেশের আয়োজন করেছে। এতে ভারত, পাকিস্তান, সৌদি আরব ও মিসরের গুরুত্বপূর্ণ মেহমানরা অংশ নিচ্ছেন। বাংলাদেশের শীর্ষ আলেমরা প্রায় সবাই উপস্থিত থাকবেন। সারাদেশ থেকেই আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের ঢল নামবে সোহরাওয়ার্দী উদ্যানে।

এনএইচ/