ঢাকা-১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫, ০৬:৫৩ বিকাল
নিউজ ডেস্ক

ঢাকা-১৬ সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আহসানুল্লাহ কাসেমীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আলেম মুফতি সাফায়াত হোসেন কাসেমী, দারুর রাশাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি কবির আহমদ, পল্লবী থানার সভাপতি মুফতি মাহবুবুর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক হাফেজ মো. ইলিয়াস, প্রচার সম্পাদক মাওলানা শওকত হোসাইন, বাইতুল মাল সম্পাদক মাওলানা মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতারা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও শৃঙ্খলাবদ্ধ কার্যক্রম পরিচালনার মাধ্যমেই লক্ষ-পানে এগিয়ে যেতে হবে।

এলএইস/