
|
ফিলিস্তিনি মসজিদে ইসরায়েলের আগুন
প্রকাশ:
১৪ নভেম্বর, ২০২৫, ০৬:১৩ বিকাল
নিউজ ডেস্ক |
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আগুন দেয়ার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ইসতিয়া গ্রামের হাজ্জা হামিদা মসজিদে এই হামলার অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা আল জাজিরাকে জানান, বৃহস্পতিবার ভোরের দিকে পশ্চিম তীরের উত্তরে সালফিতের কাছে অবস্থিত ফিলিস্তিনি গ্রাম দেয়ার ইসতিয়ার হাজ্জা হামিদা মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, আগুনে ক্ষতিগ্রস্ত মসজিদের দেয়ালে স্প্রে দিয়ে বর্ণবাদী, ফিলিস্তিন-বিরোধী স্লোগান লেখা হয়েছে। ফিলিস্তিনের ধর্মীয় ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই ঘটনাকে জঘন্য অপরাধ বলে তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থানগুলির প্রতি দখলদার ইসরায়েলের বর্বরতার চরম নজির। এদিকে, বৃহস্পতিবার আরও একটি পৃথক সহিংস ঘটনায় ইসরায়েলি বাহিনী হেবরনের কাছে বেইত উম্মার শহরে অভিযান চালানোর সময় গুলিতে দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে। চলতি বছর পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সামরিক হামলার সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে। যার মধ্যে অনেকগুলো হামলা হয়েছে ২০২৫ সালের জলপাই সংগ্রহের সময়ে। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা জানিয়েছে, ১লা অক্টোবর থেকে জলপাই সংগ্রহ কেন্দ্রিক অন্তত ১৬৭টি হামলার ঘটনা ঘটিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এসব হামলায় ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। এতে ৫৭শ'টিরও বেশি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের আড়ালে পশ্চিম তীরে ইসরায়েলি আক্রমণ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৬৯ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। দেয়ার ইসতিয়ার মসজিদে হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান দুজারিখ বলেন, আন্তর্জাতিক সংস্থা এই হামলায় গভীরভাবে উদ্বিগ্ন। তিনি নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, উপাসনালয়ে এমন আক্রমণ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এছাড়াও, জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছে। জার্মানিও বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, এই ঘটনাগুলির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পশ্চিম তীরে সাম্প্রতিক ইসরায়েলি অগ্নিসংযোগের ঘটনাকে 'অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেছে। তারা বলেছে, এই সহিংসতা এবং অবৈধ বসতিগুলির ক্রমাগত সম্প্রসারণ বন্ধ করতে হবে। সূত্র: আল জাজিরা এলএইস/ |