
|
মধুপুরের পীরের বক্তব্য অসত্য, আমাকে পালাতে হবে কেন: ধর্ম উপদেষ্টা
প্রকাশ:
১৪ নভেম্বর, ২০২৫, ১২:০৫ দুপুর
নিউজ ডেস্ক |
‘ধর্ম উপদেষ্টা ওমরার নামে পালিয়ে গেছেন’ মধুপুরের পীরের এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানিয়েছেন, তিনি হজ চুক্তির জন্য সরকারি সফরে সৌদি আরবে গেছেন। একই সময়ে ১৫০টি দেশের মন্ত্রী ও উপদেষ্টারা সৌদি আরব সফর করছেন। মধুপুরের পীরের এই বক্তব্যকে অসত্য ও কাল্পনিক বলে আখ্যায়িত করেছেন তিনি। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ‘মধুপুরের পীরের বক্তব্য অসত্য, দয়া করে সংযত হোন’ শিরোনামে এক বিবৃতিতে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন। ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ওমরাহর নামে ধর্ম উপদেষ্টা পালিয়ে গেছে- মধুপুরের পীরের এ বয়ান কাল্পনিক ও বিদ্বেষপূর্ণ। আমাকে কেন পালাতে হবে? আমি কি চোর? নাকি আমি তাঁর অধীনে চাকরি করি। সৌদি সরকারের আমন্ত্রণে হজচুক্তি, হজ সেমিনার, হজ প্রদর্শনী, হাজীদের কোটা নির্ধারণ, পরিবহন কোম্পানি ও হাজীদের সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করার জন্য জেদ্দা এসেছি। একই কারণে এবং একই সময়ে পৃথিবীর ১৫০টি রাষ্ট্রের উপদেষ্টা ও মন্ত্রীগণ সৌদি আরব এসেছেন। ইসলাম ও দাওয়াহ বিষয়ক অপর এক মন্ত্রীর সাথেও আমার মন্ত্রণালয়ের টিম নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা নির্ধারিত আছে। ধর্ম উপদেষ্টা বলেন, জাতির যারা নেতৃত্ব দিতে আগ্রহী, তাদের অবশ্য মাত্রাজ্ঞান ও বাক সংযম প্রয়োজন। প্রত্যেককে তার নিজের সীমার মধ্যে থাকা জরুরি। প্রসঙ্গত, আগামীকাল ১৫ নভেম্বর (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মহাসম্মেলনের প্রধান আয়োজক দেশের প্রবীণ আলেম মাওলানা আব্দুল হামিদ মধুপুরী। দেশ-বিদেশের বিভিন্ন অতিথিদের এই মহাসম্মেলনে দাওয়াত করা হয়েছে। ধর্ম উপদেষ্টাকেও এই মহাসম্মেলনে দাওয়াত করা হয়। তিনি সরকারি কাজে সৌদি আরবে চলে যাওয়ায় মধুপুরের পীর প্রকাশ্য এক সমাবেশে ধর্ম উপদেষ্টা পালিয়ে গেছেন বলে ক্ষোভ প্রকাশ করেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনএইচ/ |