
|
আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ২২ নভেম্বর
প্রকাশ:
১৪ নভেম্বর, ২০২৫, ০৭:৪৪ সকাল
নিউজ ডেস্ক |
দেশের শীর্ষ আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাবেক সিনিয়র সহসভাপতি ও কিশোরগঞ্জের আল-জামিয়াতুল ইমদাদিয়ার দীর্ঘদিনের প্রিন্সিপাল মাওলানা আযহার আলী আনোয়ার শাহ রহ.-এর জীবন ও কর্মের ওপর একটি বর্ণাঢ্য স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে। আগামী ২২ নভেম্বর শনিবার সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের শফিউর রহমান অডিটোরিয়ামে এই স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে আলোচনা সভার। সেখানে দেশের বরেণ্য আলেম, স্কলার ও শিক্ষাবিদরা বক্তব্য দেবেন। জামিয়া ইমদাদিয়ার প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমাদ রশিদ জানান, ইতোমধ্যে স্মারকগ্রন্থটি প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় দেশের শীর্ষ আলেম, রাজনীতিবিদ, লেখক, স্কলার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন। তিনি অনুষ্ঠান সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। আরজগুজার হিসেবে জামিয়া ইমদাদিয়ার মুহতামিম মাওলানা শাব্বির আহমাদ রশিদ এবং মাকতাবাতুল আযহারের স্বত্বাধিকারী মাওলানা ওবায়দুল্লাহ আযহারীর নাম রয়েছে। এনএইচ/ |